রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব তরুণ কুমার সরকার এ তথ্য জানিয়ে বলেন, গত বছরের তুলনায় প্রায় চার হাজার শিক্ষার্থী বেড়েছে। এ বছর ১৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অধ্যাপক তরুণ কুমার সরকার বলেন, এইচএসসি পরীক্ষা উপলক্ষে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। পরীক্ষা যাতে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছে বোর্ড।
এক প্রশ্নের জবাবে শিক্ষা বোর্ড সচিব বলেন, এ বছর প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট পূর্বে পৌঁছানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
৩০ মিনিট পর পৌঁছালে কেন তার দেরি হলো, এই মর্মে নাম এন্ট্রি করা হবে। এছাড়া তার পরিবারের মোবাইল নম্বর, ঠিকানাসহ যাবতীয় তথ্য নেওয়া হবে। দ্বিতীয় পরীক্ষায় একই শিক্ষার্থীর উপস্থিতি হতে দেরি হলে তার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে।
সবকিছু ঠিক থাকলে ২ এপ্রিল থেকে রাজশাহীতেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু হবে বলেও জানান শিক্ষা বোর্ডে সচিব।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এসএস/এমজেএফ