মঙ্গলবার (২ এপ্রিল) দিনগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে ভিসি বাসভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের এমন আশ্বাস দিয়ে রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করেন প্রক্টর। এসময় শামসুন্নাহার হল সংসদের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি হামলার ঘটনা তুলে ধরার পাশাপাশি বিচারের দাবি জানান।
এর প্রেক্ষিতে প্রক্টর বলেন, তোমাদের কথা শুনতে এসেছি, তোমরা লিখিত অভিযোগ দাও। অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। রাত সোয়া ১টার দিকে প্রক্টর স্থান ত্যাগ করেন।
এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসির আশ্বাস না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেছেন। আর আন্দোলনকারীদের ঘিরে ছাত্রলীগের নেতাকর্মীরাও অবস্থান নিয়েছে।
** বিচার না হওয়া পর্যন্ত ভিসির বাড়ির সামনে অবস্থান
বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
এসকেবি/আরবি/