এটি অনুষ্ঠিত হচ্ছে ব্র্যাক ইন্টারন্যাশনাল অ্যান্ড ইউনিক ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ’র আয়োজনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহযোগিতায়।
মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৫টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
উপাচার্য বলেন, এই ধরনের উৎসব অসাম্প্রদায়িক চেতনাকে বিকশিত করে। এই আয়োজনের মধ্য দিয়ে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক নতুন মাত্রা লাভ করবে এবং সংস্কৃতি চর্চা জোরদার হবে।
দক্ষিণ কোরিয়ার হ্যাংসু বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যৌথভাবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।
অনুষ্ঠানে ঢাবির পক্ষ থেকে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, মাইম অ্যাকশন, ব্যান্ড সোসাইটিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উদ্বোধনের পর দুদেশের শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
এসকেবি/এইচএডি