শনিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান।
অধ্যাপক হাসানউজ্জামান জানান, ‘একুশ শতকে দক্ষিণ এশিয়ার শাসন: চ্যালেঞ্জ এবং করণীয়’ সম্পর্কে এটিই প্রথম আন্তর্জাতিক সম্মেলন।
তিনি আরো জানান, রোববার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সম্মেলন শুরু হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
এছাড়া সোমবার (৮ জুলাই) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সরকার ও রাজনীতি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মো. সলিমুল্লাহ খান।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৯
আরবি/