রোববার (০৭ জুলাই) সকাল ১০টায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজের (শেবাচিম) ক্যাম্পাস চত্বরে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা।
এ সময় তারা নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস ‘বিসিএস সেবা’ চালুর দাবি জানান।
আন্দোলনকারীরা বলেন, বর্তমানে নার্সিং শিক্ষার্থীদের ৬ হাজার ইন্টার্ন ভাতা দেওয়া হচ্ছে। যা যুগের সঙ্গে অসঙ্গতিপূর্ণ দাবি করে শিক্ষার্থীরা ইন্টার্ন ফি ২০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানান।
একইসঙ্গে স্টাইপেন্ড ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকায় উন্নীত করা, সব নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্র্যাকটিস নার্স পদ ও পূরণ করা এবং নতুন কারিকুলাম সংশোধন না করা পর্যন্ত পুরাতন কারিকুলাম বহাল রাখার দাবি জানান বিক্ষোভকারীরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা। বরিশাল নার্সিং কলেজে প্রায় সাড়ে ৪শ শিক্ষার্থী অধ্যয়নরত।
এদিকে সারাদেশে ১২টি সরকারি নার্সিং কলেজ রয়েছে। এর মধ্যে বাংলাদেশ বেসিক গ্রাজ্যুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের কমিটি রয়েছে ৭টি কলেজে।
এ কারণে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহে গত দু’দিন ধরে আন্দোলন চলছে বলে জানান সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
এমএস/এএটি