রোববার (৭ জুলাই) সংগঠনটির নব নির্বাচিত ১৫ সদস্য আগামী এক বছরের জন্য তাদের ওই পদে মনোনীত করেন।
কমিটির সহ-সভাপতি পদে ইনরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলী এবং কোষাধ্যক্ষ পদে গণিত বিভাগের অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল মনোনীত হয়েছেন।
এছাড়াও সদস্য পদে অধ্যাপক ড. কামাল উদ্দীন (পরিসংখ্যান), অধ্যাপক ড. জাকারিয়া রহমান (ব্যবস্থাপনা), ড. মাহবুবুর রহমান (আইসিই), অধ্যাপক ড. কাজী আখতার হোসেন (হিসাববিজ্ঞান), অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুইয়া (অর্থনীতি), অধ্যাপক ড. আনোয়ার হোসেন (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), অধ্যাপক ড. রেবা মণ্ডল (আইন), ড. ইব্রাহিম আব্দুল্লাহ সিজার (সিএসই), প্রদীপ কুমার অধিকারী (ইংরেজি) মনোনীত হয়েছে।
জানা যায়, গত ২৯ জুন শাপলা ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৫টি সদস্য পদের বিপরীতে ২৯ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে প্রথম ১৫ জন সদস্য পদে নির্বাচিত হয়।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
এসএইচ