ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রোবটিক্স প্রতিযোগিতায় রানার্স আপ শাবিপ্রবি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জুলাই ৮, ২০১৯
রোবটিক্স প্রতিযোগিতায় রানার্স আপ শাবিপ্রবি

শাবিপ্রবি (সিলেট): রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কর্তৃক আয়োজিত ‘টেকনোক্রেসি’ প্রতিযোগিতায় রোবটিক্স সেকশনে রানার্স আপ হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রতিনিধি দল ‘সাস্ট ক্রেকার নাট’।

রোববার (৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন শাবিপ্রবির ‘সাস্ট ক্রেকার নাট’ প্রতিনিধি দলনেতা ফজলে এলাহী তন্ময়।

তিনি জানান, দুই দিনব্যাপী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে রোবটিক্স সেকশনে (লাইন ফলোয়ার) এ ২০টি দল অংশগ্রহণ করে এর মধ্যে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে শাবিপ্রবির ‘সাস্ট ক্রেকার নাট’ দল এবং চ্যাম্পিয়ন হয়েছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি টিম।

‘সাস্ট ক্রেকার নাট’ দলের সদস্যরা হলেন- শাবিপ্রবির গণিত বিভাগের শিক্ষার্থী মিনহাজুল আবেদিন, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুর ই জান্নাত, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফজলে এলাহী তন্ময়, একই বিভাগের রবি পাল ও নুসরাত জাহান।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।