মঙ্গলবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও ডাকসুর প্রতিনিধিরা অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্রী শারিমন আক্তার চৌধুরী বাংলানিউজকে বলেন, শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত কারোরই নিরাপত্তা নেই। ঘর থেকে বের হলেই অজানা আতংক তাড়া করে। স্বাধীন বাংলাদেশে ধর্ষণের মতো নিকৃষ্ট ঘটনা মেনে নিতে পারছি না। আমরা ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাই।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘শিশুকামীদের ফাঁসি চাই, মৃত্যুদণ্ড চাই’, ‘ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই’, ‘বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ৩০ দিনের মধ্যে বিচার করে ধর্ষককে দড়িতে ঝোলাতে হবে’, ‘বিকৃত মানুষরূপী জানোয়ারমুক্ত সমাজ দাবি নয়, অধিকার’, ‘নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৯
এসকেবি/এএ