ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে প্লাস্টিক বর্জন ও জনসচেতনতা বাড়াতে মানববন্ধন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
জাবিতে প্লাস্টিক বর্জন ও জনসচেতনতা বাড়াতে মানববন্ধন মানববন্ধনে শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘এখনি থামাও প্লাস্টিক দুর্গতি, বাঁচুক পৃথিবী, আসুক প্রগতি’ স্লোগানে বিশ্বব্যাপী প্লাস্টিকের ব্যবহার বর্জন ও জনসচেতনতা বাড়ানোর   লক্ষ্যে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে এ মানববন্ধন করা। মানববন্ধনের আয়োজন করে ‘ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ অর্গানাইজেশন।

 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় তিন লাখ টন প্লাস্টিক বর্জ্য নদী-নালা, খাল-বিল ও উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে। সারা পৃথিবী ব্যাপী প্রায় এক কোটি ৩০ লাখ টন প্লাস্টিক আবর্জনা সমুদ্রে পড়ে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। ফলে প্রতিবছর ১০ কোটি সামুদ্রিক প্রাণী প্লাস্টিক দূষণের শিকার হয়ে মারা যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ও ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ অর্গানাইজেশনের সভাপতি মাহফুজুর রহমান বলেন, মাটিতে প্লাস্টিকের তৈরি টক্সিক রাসায়নিক পদার্থ গাছে মিশে যাচ্ছে। যা শুধু পশু পাখি নয় মানুষের শরীরেও ক্ষতি করছে। প্লাস্টিক এক দানবীয় আকার ধারণ করেছে। নিজেদের অসচেতনতার জন্য আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই আমাদের পরিবেশকে রক্ষা করতে এগিয়ে আসার এখনি সময়, না হলে বিশ্ব বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।