ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গর্ভবতী মায়ের বিপদ চিহ্ন ‘৫টি’

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
গর্ভবতী মায়ের বিপদ চিহ্ন ‘৫টি’ মা সমাবেশের একাংশ। ছবি : বাংলানিউজ

মৌলভীবাজার: গর্ভবতী মায়ের রয়েছে পাঁচটি বিপদ চিহ্ন। এগুলো হলো রক্তস্রাব, ভীষণ জ্বর, মাথাব্যথা ও ঝাপসা দেখা, খিঁচুনি এবং বিলম্বিত প্রসব। গর্ভবর্তী মায়ের পরিপূর্ণ যত্নের অভাবসহ বিভিন্ন শারীরিক সমস্যার কারণে এগুলো দেখা দেয়।

বুধবার (১০ জুলাই) দুপুরে মৌলভীবাজার সদরের নাজিরাবাদ ইউনিয়নের আটঘর কমিউনিটি ক্লিনিকের মা সমাবেশে একথা বলেন মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিনেন্দু ভৌমিক।  

তিনি আরও বলেন, তাই এ বিপদ চিহ্নগুলো পরিলক্ষিত হলেই দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসকের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে হবে।

এ কারণগুলো হুট করে বললে চিকিৎসার সঙ্গে সম্পর্কিত অনেকেই ‘থ’ খেয়ে যান।

ডা. বিনেন্দু ভৌমিক বাংলানিউজকে বলেন, প্রত্যন্ত গ্রামে গিয়ে আমরা নিয়মিতভাবে ‘মা সমাবেশ’ এর মাধ্যমে মায়েদের এ কথাগুলো সোজাসাপ্টাভাবে বলার চেষ্টা করি। যাতে তারা বিষয়গুলোকে মনে গেঁথে রাখতে পারেন।  

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯ 
বিবিবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।