রোববার (১৪ জুলাই) বিভাগীয় মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এ স্বর্ণপদক তুলে দেন।
স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন- ডি এম জুনায়েদ কামাল নিবিড়, সাইফুল ইসলাম, খোকন চন্দ্র, মো. জসিম উদ্দিন এবং জান্নাতুল নাঈমা ইসলাম।
গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অমল কৃষ্ণ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী, এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি খুশি কবির এবং ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অধ্যাপক ড. সাজেদা বানু স্বাগত বক্তব্য দেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান যথাযথভাবে গণিত চর্চার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, গণিতে ভুল হলে সমাজের সব ক্ষেত্রেই ভুল হবে।
সফলতা অর্জনের লক্ষ্যে জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা মেনে চলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ভালো মানুষ ও দক্ষ গণিতবিদ হিসেবে গড়ে ওঠতে শিক্ষার্থীদের অবশ্যই নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে হবে।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এসকেবি/ওএইচ/