রোববার (১৪ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘নিরাপদ খাদ্য চাই, ফারুক স্যারের পাশে দাঁড়াই’ শিরোনামে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকরাও অংশ নেন।
এতে ডাকসু সদস্য তিলোত্তমা শিকদার বলেন, আজ আমাদের স্যারের পাশে দাঁড়ানোর জন্য এভাবে রাজুতে নয় বরং একত্রিত হয়ে তাকে সম্মাননা দেওয়ার কথা ছিল।
মাইক্রোবায়োলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী চয়ন বড়ুয়া বলেন, ‘যারা সত্য প্রকাশে নির্ভীক, যারা জাতির কল্যাণের কথা ভাবেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদের পাশে আছি। আর যারা সত্যকে মিথ্যা দিয়ে লুকিয়ে রাখতে চায়, তাদের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এসকেবি/এএ