মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরের পর সাত কলেজের অধ্যক্ষ ঢাবি উপাচার্যের পক্ষ থেকে আন্দোলনকারীদের আশ্বস্ত করলে নীলক্ষেত মোড় থেকে সরে যান শিক্ষার্থীরা।
ঢাবি উপাচার্য বলেন, শিক্ষার্থীরা যে দাবিগুলো উত্থাপন করেছেন তা বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী সমাধান করা হবে।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো- ঢাবির সব নোটিশ স্পষ্টভাবে দেওয়া ও কলেজে পৌঁছানো, খাতার মূল্যায়ন সাত কলেজের শিক্ষকদের করা, পয়েন্ট নীতি বাতিল করে ইম্প্রুভ সিস্টেম চালু করা, খাতার পুনর্মূল্যায়ন ও ইনকোর্স রেজাল্ট প্রকাশ করে দেখানো।
এরআগে মঙ্গলবার সকালে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ অবস্থান কর্মসূচি শুরু করেন সাত কলেজের শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে তারা এ কর্মসূচি শুরু করেন। ফলে ক্যাম্পাস এলাকায় যানজটের সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এসকেবি/ওএইচ/