বুধবার (১৭ জুলাই) দুপুর ২টার পর তারা ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়ে শাহবাগ থেকে সরে যান।
আন্দোলনকারীদের মুখপাত্র শাকিল মিয়া জানান, বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টায় তারা টিএসসিতে ফের অবস্থান কর্মসূচি পালন করবেন।
শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে ডাকসু সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, সাত কলেজ বাতিলের আন্দোলন শুধু আজকের নয়। এটা অনেক দিনের আন্দোলন। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ৪৩ হাজার শিক্ষার্থীদের রেজাল্ট সাত মাসের মধ্যেও প্রকাশ করতে পারে না তারা কিভাবে আরো দুই লাখ শিক্ষার্থীদের দায়িত্ব নেয়। আমি আমার অবস্থান থেকে অধিভুক্ত সাত কলেজের অধিভুক্তি বাতিল চাইছি।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এসকেবি/জেডএস