বুধবার (১৭ জুলাই) সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তরের মাধ্যমে ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতা শুরু হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
মোট অংশ নেওয়া ছাত্রের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৪ হাজার ৫৭৬ জন, যা শতকরা হিসেবে ৩ দশমিক ৫০ শতাংশ। অংশ নেওয়া ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২২ হাজার ৭১০ জন, যা ৩ দশমিক ৫৮ শতাংশ।
অপরদিকে এবার পরীক্ষায় ৫ লাখ ৩ হাজার ৮২৮ জন ছাত্র পাস করেছেন, যা শতকরা হিসেবে ৭১ দশমিক ৬৭ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রীদের মধ্যে ৪ লাখ ৮৪ হাজার ৩৪৪ জন পাস করেছেন, যা ৭৬ দশমিক ৪৪ শতাংশ।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ৭৩.৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬ জন। গত বছর পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
পিএম/জেডএস