বুধবার (১৭ জুলাই) দুপুরে সাফল্যের আলোয় উদ্ভাসিত শিক্ষার্থীদের বাঁধভাঙা আনন্দের এমন চিত্র ছিল শিক্ষা নগরী ময়মনসিংহের সেরা কলেজগুলোর।
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে নগরীর সেরা ৮টি কলেজ থেকে ১ হাজার ৪৮ শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছেন।
জানা যায়, শিক্ষা নগরী ময়মনসিংহের গর্ব ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। শতভাগ পাস করলেও জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৪১ জন।
৯৯ দশমিক ৪৩ শতাংশ পাশের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ কলেজে মোট পরীক্ষার্থী ছিল ৫২৭ জন। পাস করেছেন ৫২৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৭৪ জন।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে ১ হাজার ২৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১ হাজার ২৫৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩২৫ জন। পাশের হার ৯৮ দশমিক ৯০ শতাংশ।
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ থেকে ৯৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৯৭৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৮৯ জন। পাশের হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ।
আনন্দমোহন সরকারি কলেজ থেকে ৯৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৯৪৪ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৪৩ জন। পাশের হার ৯৫ দশমিক ১৬।
কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজ ৮৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৮০৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫৯ জন। পাশের হার ৯৬ দশমিক ৫১ শতাংশ।
কমার্স কলেজ থেকে ৫৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪৯৩ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬ জন। পাশের হার ৯২ দশমিক ১৫।
আলমগীর (মিন্টু) মেমোরিয়া কলেজ থেকে ৭৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে করে পাস করেছেন ৬৭৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ জন। পাশের হার ৮৯ দশমিক ২৭ শতাংশ।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এমএএএম/এইচএডি