প্রতীকী অনশন কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন এক শিক্ষক নেতা, ছবি: বাংলানিউজ
বরিশাল: বেসরকারি শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে বরিশালে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি, জেলা শাখা।
বুধবার (২৪ জুলাই) বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
শিক্ষক নেতারা বলেন, বেসরকারি শিক্ষকরা সব সময়ই অবহেলিত।
মানুষ গড়ার কারিগর বলা হলেও প্রকৃতপক্ষে কখনও বেসরকারি শিক্ষকদের যথাযথ সম্মানি দেওয়া হয়নি। তাই, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের প্রজ্ঞাপন বাতিল এবং মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে এ প্রতীকী অনশন কর্মসূচির আয়োজন করা হয়।
দাবি না মানা হলে পর্যায়ক্রমে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা দাশগুপ্ত আশিষ কুমার, আঞ্চলিক শাখার সভাপতি ফরিদুল আলম জাহাঙ্গীর, জেলার সাধারণ সম্পাদক আসাদুল আলম আসাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এমএস/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।