শিক্ষা মন্ত্রণালয়ের মাধমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিপত্র জারি করে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার (২৫ জুলাই)।
পরিপত্রে বলা হয়েছে, উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, একটি অসাধু মহল বিভিন্ন বিষয়ে গুজব ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে।
‘এ অবস্থায়, গুজব থেকে সাবধান থাকার জন্য অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীদের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকরা সচেতন করবেন। ’
এ ধরনের কোনো ঘটনা আর যাতে কোথাও না ঘটতে পারে সেজন্য সব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, গুজব রটনাকারীদের চিহ্নিত করে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ ও গুরুত্বপূর্ণ এ বিষয়ে বিশেষ সতর্ক থেকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলে পরিপত্রে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যানকে পরিপত্র পাঠিয়ে সব বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে নিয়মিত মনিটরিং করতে বলা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে মনিটরিং করাসহ প্রতি সপ্তাহে এ সংক্রান্ত প্রতিবেদন সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এমআইএইচ/এএ