রোববার (২৮ জুলাই) সকালে একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উপাচার্য বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুসারে আগামী ১৯ অথবা ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার লিখিত পরীক্ষা পদ্ধতির পরিবর্তে আগের মতো মাল্টিপল চয়েজ কোয়েশ্চন (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। তাই এবছর সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে না শাবিপ্রবি। তবে আগামী বছর থেকে সমন্বিত ভর্তি পরীক্ষায় যেতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এএটি