ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডেঙ্গু মোকাবিলায় ইবিতে মশা নিধন কর্মসূচি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
ডেঙ্গু মোকাবিলায় ইবিতে মশা নিধন কর্মসূচি

ইবি: ডেঙ্গু থেকে সাধারণ শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল ও ক্যাম্পাস এলাকায় মশা নিধন কর্মসূচি হাতে নিয়েছে ইবি শাখা ছাত্রলীগ।

রোববার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাস হোসেন হলের পেছনে মশা নিধন স্প্রে করে তিন দিনের এ কর্মসূচির উদ্বোধন করেন ইবি শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সম্পাদক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।  

এসময় সেখানে ছাত্রলীগ নেতা সুমন কুমার দাস, আরিফুল ইসলাম, মেহেদী হাসান সুমন, রিজওয়ানুল ইসলাম, জাহিদুল ইসলাম, রাহাত আল-রিমনসহ প্রায় অর্ধশতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বাংলানিউজকে বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ যেভাবে বাড়ছে, তাতে আমরা সবাই চিন্তিত। তাই সাধারণ শিক্ষার্থীদের ডেঙ্গু থেকে সুরক্ষা দিতেই আগামী তিনদিন ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মশা নিধন স্প্রে দেওয়া হবে।
  
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ