ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার কাউন্সেলিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার কাউন্সেলিং বিএসবি ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার কাউন্সেলিং অনুষ্ঠিত

ঢাকা: বিএসবি ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার কাউন্সেলিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জুলাই) রাজধানীর মিরপুরের পুলিশ কনভেনশন হলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারইস্ট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল করীম চৌধুরী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার নানামুখি দিগন্তময় প্রসার ঘটছে।

সেই বিশ্ব শিক্ষার সঙ্গে বাংলাদেশ কীভাবে তাল মিলিয়ে চলতে পারে, তার দিক নির্দেশনা এখনই দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে দেশের ৮টি বিশ্ববিদ্যালয়ের স্টল অংশগ্রহণ করে। এসময় বিদেশে শিক্ষা ব্যবস্থার নানান দিক নিয়ে কথা বলেন বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান এমকে বাশার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সেলিমা রওশনসহ দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। পরে ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৬৫৮ ঘণ্টা, আগষ্ট ০১, ২০১৯
টিএম/এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ