ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে এমফিল ও পিএইচডির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
ইবিতে এমফিল ও পিএইচডির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) এবং মাস্টার অব ফিলোসফি (এমফিল) ডিগ্রিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে আলাদা-আলাদাভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে দুপুরে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর কাছে ফলাফল হস্তান্তর করেন ভর্তি পরীক্ষা কমিটি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এস আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।  

ফলাফল হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভর্তি পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক ড. অরবিন্দ সাহা, অধ্যাপক ড. এয়াকুব আলী, অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. মেহের আলী প্রমুখ উপস্থিত ছিলেন।   

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়,  এ বছর এমফিলের ভর্তি পরীক্ষায় মোট ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে পাস ১০ জন এবং ফেল করেছেন ৫ জন শিক্ষার্থী।

‘এছাড়া পিএইচডি’র ভর্তি পরীক্ষায় মোট ১৩ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৭ জন এবং অকৃতকার্য হয়েছেন ৬ জন। কৃতকার্যরা পরবর্তীতে নীতিমালা অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন। ’ 

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ