ছুটি শেষে ক্যাম্পাস খুলবে আগামী ১৮ তারিখ (মঙ্গলবার) । ওইদিন থেকে প্রশাসনিক কার্যক্রম চালু এবং হল খুলবে।
সোমবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
এতে তিনি জানান, ঈদুল আজহার ছুটি উপলক্ষে মঙ্গলবার (৬ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ হবে। তবে এদিন কোনো বিভাগ চাইলে ক্লাস-পরীক্ষা নিতে পারবে। পরদিন বুধবার থেকে বন্ধ হবে প্রশাসনিক কার্যক্রম। তবে ছুটি শেষে ১৯ আগস্ট থেকে ক্যাম্পাস যথারীতিতে চলবে।
এদিকে ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইবির প্রভোস্ট কাউন্সিল।
এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার বাংলানিউজকে বলেন, প্রভোস্ট কাউন্সিলের সভায় বুধবার সকাল ১১টর দিকে আবাসিক হলসমূহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ছুটি শেষে আগামী ১৮ আগস্ট (রোববার) সকাল ৯টায় হলসমূহ খুলে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এসআরএস