রোববার (৪ আগস্ট) ইডব্লিউইউ ক্যম্পাসে প্রতিযোগিতার শেষ রাউন্ড- দ্য বিজনেস পিচ ও গ্র্যান্ড গালা অনুষ্ঠিত হয়।
ব্রিফকেস ২০১৯-এর চ্যাম্পিয়ন হয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘টিম সারফেস’।
প্রথম পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন টিম পেয়েছে ২৫হাজার টাকার প্রাইজ মানি, ভ্রমণ বিষয়ক সংগঠন ‘ট্যুরবাজে’র পক্ষ থেকে একটি বিশেষ ভ্রমণের সুযোগ ও ‘বিজনেস টাইমস’-এ ইন্টার্নশিপের সুযোগ। এ ছাড়া প্রথম রানার আপ পেয়েছে ১৫ হাজার টাকা ও দ্বিতীয় রানার আপ পায় ১০ হাজার টাকার প্রাইজ মানি।
ফাইনাল রাউন্ডে প্রধান বিচারক ছিলেন- স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ব্র্যান্ড ম্যানেজার এম এ মাহমুদ ও অ্যানালাইজেন, দ্য ম্যান অব স্টিল রিসালাত সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন- ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারপারসন সৈয়দ মঞ্জুর ইলাহী। প্রোগ্রাম চেয়ার হিসেবে ছিলেন- ইডব্লিউইউ’র বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের চেয়ারপারসন, অ্যাসোসিয়েট প্রফেসর ড. ফারহানা ফেরদৌসী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চিফ পিপল অফিসার, জুলফিকুর হায়দার। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ জেড এম শফিকুল আলম।
এর আগে ২৭ ও ২৯ জুলাই অনুষ্ঠিত হয় এব প্রতিযোগিতার প্রথম রাউন্ড- ‘বিল্ড দ্য ক্যাম্পেইন’ ও দ্বিতীয় রাউন্ড- ‘অন স্পট কেস’। ওই দুই রাউণ্ডের মাধ্যমে খুঁজে বের করা হয় শীর্ষ আট দলকে।
পরে ৩১ জুলাই এক চমৎকার অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার ট্রফি উন্মোচন করা হয়। জমজমাট ঐ আয়োজনের মধ্য দিয়ে একি সঙ্গে উদযাপিত হয় বিজনেস ক্লাবের ২০ বছরে পদার্পণ।
প্রতিভাবান ব্যবসা কৌশল অধিকারীদের বুদ্ধিমত্তা প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম হিসেবে ৩৬০ ডিগ্রী বিজনেস স্ট্র্যাটেজি কম্পিটিশন ব্রিফকেস ২০১৯ আয়োজন করা হয়। সারা দেশের ২৮টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ২১৩টি দলকে চারটি বিভাগে ভাগ করে শুরু হয় এ প্রতিযোগিতা।
এটি স্পন্সর করে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেডের ‘রুচি’। অন্য সহযোগীদের মধ্যে ছিল- আইস্ক্রিম পার্টনার- ইগলু, স্টার্ট আপ পার্টনার- ট্যুরবাজ, রিফ্রেশমেন্ট পার্টনার- নেসক্যাফে, ফোটোগ্রাফি পার্টনার- মেমোরি লেন, নলেজ পার্টনার- বিজনেস টাইমস, ইংলিশ প্রিন্ট মিডিয়া পার্টনার- ফিনানশিয়াল এক্সপ্রেস, বাংলা প্রিন্ট মিডিয়া পার্টনার- কালের কণ্ঠ, ইলেক্ট্রনিক মিডিয়া পার্টনার- আরটিভি, রেডিও পার্টনার- রেডিও ফুর্তি (৮৮.০ এফএম) ও অনলাইন মিডিয়া পার্টনার- বাংলানিউজ ২৪ ডট কম।
বাংলাদেশ: ২০০৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
এইচজে/এমএ