সোমবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে তারা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহীতে স্থানীয় দুর্বৃত্তদের উৎপাত সবসময় বেশি থাকে।
এ সময় শিক্ষক রাশিদুল ইসলামকে লাঞ্ছিতকারী বখাটেদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।
জানা যায়- গত ১০ আগস্ট রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক রাশিদুল ইসলাম তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লেখেন নগরীর মনিচত্বরে এক বখাটে তার স্ত্রীকে পেছন থেকে কয়েকবার ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন, তিনি এর প্রতিবাদ করলে সোনাদীঘী মসজিদের সামনে নিয়ে ৫-৭ জন মিলে তাকে মারধর করে। এ ঘটনায় গত শুক্রবার (১৬ আগস্ট) নগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
আরএ