মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন ফিতা কেটে নতুন বাস উদ্বোধন করেন।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. বি কে বালা, আইন অনুষদের ডিন আবদুল কুদ্দুস মিয়া, প্রাণিসম্পদ বিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন বিভাগের সভাপতি শফিকুজ্জামান, রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ, প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস এম এস্কান্দার আলী, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, ডেপুটি রেজিস্ট্রার খান মোহাম্মদ আলী, মোরাদ হোসেন, প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সভাপতি আব্দুল মান্নান খান, সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি মজনুর রশিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. হাসিবুর রহমান, পরিবহন প্রশাসক রকিবুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় নিজস্ব অর্থায়নে এ বাস ৪টি কেনা হয়েছে। নতুন ৪টি বাস যুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ে মোট বাসের সংখ্যা ১৮টিতে দাঁড়িয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এসএইচ