ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেহাবিতে প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
শেহাবিতে প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু

ঢাকা: নেত্রকোনা জেলায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (শেহাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এ পরীক্ষা শুরু হয়।  

পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের বাংলা, ইংরেজি ও অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

 

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রথম দিন প্রত্যেকটি বিভাগের ১০১ নম্বর কোর্সের লিখিত পরীক্ষা হয়। ২৮ আগস্ট লিখিত পরীক্ষা শেখ হয়। তিনটি বিভাগের শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা হবে ৩১ আগস্ট।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকউল্লাহ খান বলেন, নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা করার পর নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু করতে পেরেছি। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। কারণ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা না করলে এটা সম্ভব হতো না।  
  
শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, কল্যাণ ও শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন তিনি।  

উল্লেখ্য, চলতি বছরের ২ মার্চ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু হয়।  

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।