ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ক্যারিয়ার বিষয়ে বিইউবিটি ও প্রাণ-আরএফএলের আলোচনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
ক্যারিয়ার বিষয়ে বিইউবিটি ও প্রাণ-আরএফএলের আলোচনা

ঢাকা: উদ্যোক্তা তৈরি ও ক্যারিয়ার উন্নয়নের বিভিন্ন প্রয়োজনীয় দিক নিয়ে যৌথ আলোচনার আয়োজন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ক্যারিয়ার গাইডেন্স অফিস ও প্রাণ-আরএফএল গ্রুপ।

রোববার (২৫ আগস্ট) বিইউবিটির আর্ন্তজাতিক কনফারেন্স হলে প্রাণ-আরএফএলের প্রতিষ্ঠাতা প্রয়াত মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর জীবনীভিত্তিক ‘একজন আমজাদ খান চৌধুরী’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠিত হয়।

বিইউবিটির উপাচার্য প্রফেসর মো. আবু সালেহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রাণ-আরএফএল গ্রুপের আর্ন্তজাতিক অংশীদারিত্ব বিষয়ক পরিচালক মোহাম্মদ কায়সারুল হক প্যানেল আলোচনা পরিচালনা করেন। এতে অংশ নেন গবেষণা সেন্টারের পরিচালক প্রফেসর সান্তি এন ঘোষ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেসের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রুবাইয়াৎ চৌধুরী, বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ মাসুদ হুসেন, আইন অনুষদের ডিন ড. সৈয়দ সরফরাজ হামিদ। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন কাউন্সেলিং ও ক্যারিয়ার গাইডেন্স ডাইরেক্টর মোহাম্মাদ মাসুদুর রাহমান।

এতে অংশ নেন আমন্ত্রিত অতিথি, বিইউবিটি ট্রাস্টের সদস্য, কোষাধ্যক্ষ, ছাত্রবিষয়ক উপদেষ্টা, কলা অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, জয়েন্ট রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টরসহ অন্যান্য কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিইউবিটির ক্যারিয়ার গাইডেন্স অফিস ২০০ জন শিক্ষার্থীর একটি প্যানেল তৈরি করে দেয়।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।