ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডুয়েটে প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
ডুয়েটে প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু বৃহস্পতিবার ডুয়েট

গাজীপুর: গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি আর্ক প্রোগ্রামের প্রথম বর্ষে অনলাইনে ভর্তির আবেদন বৃহস্পতিবার (২৯ আগস্ট) থেকে শুরু হবে।

বিভিন্ন অনুষদের বিভিন্ন বিভাগে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তির জন্য উপযুক্ত প্রার্থীরা ডি‌বি‌বিএল মোবাইল ব্যাংকিং এবং অনলাইন (admission.duetbd.org) মাধ্য‌মে আবেদন করতে পারবে। বৃহস্পতিবার সকাল ১০টা থে‌কে আগামী ৩১ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত ভ‌র্তির আ‌বেদন করতে পারবে।

ভর্তি জন্য প্রার্থীর সাধারণ যোগ্যতা, আবেদন প্রক্রিয়ার নিয়য়াবলী সংক্রান্ত নির্দেশনা admission.duetbd.org এ এবং বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

ডু‌য়ে‌টের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার মো. জিয়াউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ