ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবির ষষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
খুবির ষষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২২ ডিসেম্বর (রোববার) বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তনের তারিখ নির্ধারণের বিষয়ে সম্মতি জানিয়েছেন।

সোমবার (০২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

এইদিন দুপুর ২টা ৩০ মিনিটে সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে বলেও পত্রে উল্লেখ করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তনে অংশগ্রহণের জন্য গত ১ সেপ্টেম্বর থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। চলতি বছরের ২০ সেপ্টেম্বরের মধ্যে যেসব শিক্ষার্থীর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে/হবে তারাই এই ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।

বিস্তারিত তথ্যাদির জন্য ০১৫৩৪২৯৬৪৩০, ০১৭৪০৬৭৩২৪৫, ০১৫৫৬৩২৭৪০৬, ০১৫১৫২৩৭৮৪৩, ০১৬৭৭১২৪৭৭৩ অথবা ০১৫১৫২৩৭৬৮৮ নম্বর মোবাইল ফোনে অফিস চলাকালীন সময়ে (সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া এ সংক্রান্ত বিষয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ku.ac.bd পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।