ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান উপস্থাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান উপস্থাপন প্রকল্পের মাস্টারপ্ল্যানের পাওয়ার-পয়েন্ট প্রেজেন্টেশন দেখেন প্রধানমন্ত্রী। ছবি: পিআইডি

ঢাকা: নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের মাস্টারপ্ল্যানের পাওয়ার-পয়েন্ট প্রেজেন্টেশন দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধবী হলে এ প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

আধুনিক বিজ্ঞানমনস্ক ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো বিনির্মাণের লক্ষ্যে এ মাস্টারপ্ল্যান উপস্থাপন করে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাজ্জাদুল হাসান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খান, সিন্ডিকেট সদস্য ড. ফকরুল আলম, স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি কাজী নাসির, ট্রেজারার ড. সুব্রত কুমার আদিত্য ও রেজিস্টার কাজী নাসির উদ্দিন।

২ হাজার ৬৩৭ কোটি টাকা ব্যয়ে ৫০০ একর জমিতে এ বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হচ্ছে। ২০২১ সালে এর নির্মাণকাজ শেষ হবে।

বিশ্ববিদ্যালয়টি নির্মিত হলে এখানে অন্তত চার হাজার শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পাবে। এর মধ্যে দুই হাজার ছেলে ও দুই হাজার মেয়ে শিক্ষার্থী থাকবে।

বিশ্ববিদ্যালয়টিতে এক হাজার আসনের চারটি হল থাকবে, ডিপার্টমেন্ট থাকবে ২০টি। বিশ্ববিদ্যালয়ে দুইশ’ শিক্ষক ও ৩শ’ ৫০ জন কর্মকর্তা-কর্মচারী থাকবেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এমইউএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।