ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জার্মানিতে আইইউবিএটিছাত্রের আন্তর্জাতিক প্রতিনিধিত্ব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
জার্মানিতে আইইউবিএটিছাত্রের আন্তর্জাতিক প্রতিনিধিত্ব

ঢাকা: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রিহাব রহমান একটি জার্মানভিত্তিক সংগঠন, ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জের আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন। 

আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবে তিনি দক্ষিণ এশিয়া বিশেষত বাংলাদেশে কাজ করবেন। তিনি গত ৩১ আগস্ট চূড়ান্তভাবে নির্বাচিত হন।

 

এর আগে তিনি ২০১৮ সালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সাফল্যের সঙ্গে সেমিফাইনাল পর্ব অতিক্রম করে চূড়ান্ত প্রতিযোগী হিসেবে ফাইনাল পর্বে যোগদান করেন।  

এছাড়া তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা, সেমিনার এবং কর্মশালায় যোগদান করেছেন।  

ইতোমধ্যে আন্তর্জাতিক জার্নালে তার দু’টি বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি শিক্ষার্থীদের গণিতের জ্ঞান অর্জনে, নিয়মিত গণিতের অনুশীলন করতে এবং বিভিন্ন গাণিতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মেধার বিকাশে আশাবাদী।  

তিনি মনে করেন, তার এ অর্জন বাংলাদেশের শিক্ষার্থীদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। তার এ পথচলায় তিনি সবার কাছ থেকে আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।  

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০০৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।