ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত বিজ্ঞান জাদুঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত বিজ্ঞান জাদুঘর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে শিক্ষার্থীরা, ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকেই জাদুঘরে সমবেত হতে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থী।

বাংলাদেশ নৌবাহিনী কলেজ, কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা (সিআইএসডি), ঢাকা অ্যাডভেন্টিস্ট প্রি-সেমিনারি অ্যান্ড স্কুলের (ড্যাপ্স) শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষার উপকরণগুলোর সংস্পর্শে এসে হাতে-কলমে শিক্ষা নিয়েছে।

এছাড়া বিভিন্ন গ্যালারিতে থাকা জীববৈচিত্র্য এবং মহাকাশের বৈচিত্র্যপূর্ণ বিষয়েও তারা ধারণা লাভ করে।

জাদুঘর পরিদর্শন শেষে শিক্ষার্থীরা জাদুঘর প্রাঙ্গণে সমবেত হয়। এসময় জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্যে বলেন, তোমরা টেলিভিশন এবং মোবাইলের নিয়ে সারাদিন ব্যস্ত থাকবে না। বাবা-মাকে শ্রদ্ধা করবে, শিক্ষকদের কথা শুনবে। আগামীর দেশ গড়তে প্রয়োজন শিক্ষিত জাতি। শিক্ষিত জাতি হতে হলে সততা, নৈতিকতা ও জ্ঞানচর্চার প্রয়োজন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।