মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের সদর রোডে তারা এ কর্মসূচি পালন করে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাগরের সভাপতিত্বে মানববন্ধনে দেশে শিক্ষা বাণিজ্যকরণ বন্ধ করাসহ শিক্ষার ব্যয় বাড়ানো বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন, দেশে আজ শিক্ষা নীতি ধনীর জন্য।
এসময় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল বাসদের জেলা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, নিলিমা জাহান, বিএম কলেজ ছাত্র ফ্রন্ট সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, জিসান, সাগর দাস ও টুম্পা প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এমএস/আরবি/