ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও'র ঘোষণা দেবেন বুধবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও'র ঘোষণা দেবেন বুধবার

ঢাকা: পিছিয়ে পড়া এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৩ অক্টোবর) এমপিওভুক্তির ঘোষণা দেবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, হাওর ও পিছিয়ে পড়া এলাকাকে অগ্রাধিকার দিয়ে এবার এমপিও দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী এমপিও নথিতে স্বাক্ষর করেছেন। বুধবার ঘোষণা করবেন।

এমপিওভুক্তির প্রতিষ্ঠানের সংখ্যা না জানালেও শিক্ষামন্ত্রী বলেন, সর্বশেষ গতবার ১৬শ' এর মতো প্রতিষ্ঠান এমপিও হয়েছিল। এবার তার দ্বিগুণ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।