ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ৪ নভেম্বর

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
রুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ৪ নভেম্বর

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ‘ক’ ও 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রুয়েটের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৯০৬০ জন ছাত্র-ছাত্রী মনোনীত হয়েছিল। এদের মধ্যে ভর্তি পরীক্ষায় প্রায় ৮০ শতাংশ ভর্তিচ্ছু অংশগ্রহণ করেছে।

এদিন সকালে রুয়েট উপাচার্য ড. রফিকুল ইসলাম সেখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ৪ নভেম্বর প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে। এ বছর রুয়েটের ১৪টি বিভাগে ১২৩৫ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।