শুক্রবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি করা হয়।
অবস্থান ও মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন মো. হারুন-অর-রশিদ।
বক্তারা বলেন, বদলি ব্যবস্থা চালু না থাকায় বেসরকারি শিক্ষকরা নিজ জেলার বাইরে অবস্থান করেন। বসবাসের জন্য পাওয়া সরকারি বরাদ্দ থেকেও অনেক বেশি টাকায় বাড়ি ভাড়া নিয়ে তাদের থাকতে হচ্ছে। অনেক শিক্ষকের আয়ের অন্য উৎস না থাকায় তাদের মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় ঐচ্ছিক বদলি।
তারা বলেন, বদলি ব্যবস্থা চালু হলে শিক্ষার গুণগতমান বাড়বে, শিক্ষায় একঘেয়েমি ও শিক্ষকদের সব দুর্নীতি দূর হবে, ম্যানেজিং কমিটির স্বেচ্ছাচারিতা থেকে শিক্ষকরা মুক্তি পাবে।
এসময় তারা ঐচ্ছিক বদলি ব্যবস্থা চালুর প্রজ্ঞাপন জারি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
আরকেআর/আরবি/