শনিবার (২৬ অক্টোবর) ইউনিভার্সিটির আইকিউএসি অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির।
প্রতিযোগিতায় গ্রিন ইউনিভার্সিটিতে অধ্যায়নরত ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আঞ্চলিক ভাষায় প্রতিযোগিতা করেন। প্রতিযোগিতায় তারা গান, নাচ ও আবৃত্তিসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আঞ্চলিক ভাষা অনেক ক্ষেত্রেই প্রান্তিক ও অশিক্ষিত দরিদ্র জনগোষ্ঠীর ভাষায় পরিণত হয়েছে। অথচ আঞ্চলিক ভাষার মধ্যেই ভাষার যথার্থ প্রাণ নিহিত রয়েছে। তাই সেটাকে অবজ্ঞা বা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার সুযোগ নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রিন বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, ড. আবুল হোসেন, কে এম ওয়াজেদ কবির, শামিম মণ্ডল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
আরআইএস/