মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে ‘উপাচার্য অপসারণ মঞ্চ’ এর এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অধ্যাপক রায়হান রাইন।
‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ প্ল্যাটফর্মের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘অবরোধ ও ধর্মঘটের মধ্যে উপাচার্য না এলেও বিভিন্ন মাধ্যম থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এসময় তিনি ধর্মঘট কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে প্রতিবাদী কনসার্ট ও সংহতি সমাবেশ করার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলন শেষে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর, উপাচার্যের বাসভবন, মেয়েদের হল ঘুরে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
আরবি/