মঙ্গলবার (২৯ অক্টোবর) কোটালীপাড়া উপজেলার লোহারংক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার সহকারী শিক্ষক ফিরোজা খানম দেরি করে বিদ্যালয়ে আসেন।
লিপটি রানী পাল বাংলানিউজকে বলেন, ফিরোজা খানম প্রায়ই দেরি করে বিদ্যালয়ে আসেন। বিদ্যালয়ের কাছে তার বাড়ি হওয়ার কারণে তিনি দুই-একটি ক্লাস নিয়ে বাড়ি চলে যান। এ বিষয়ে কোনো অভিভাবক কিছু বললে ফিরোজা খানম অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। আমি কখনো কিছু বললে তিনি আমাকে প্রায়ই মারতে আসেন। আমি বিষয়টি বিভিন্ন সময়ে ম্যানেজিং কমিটির সভাপতিসহ আমার অফিসারদের জানিয়েছি। কিন্তু আমি কোনো প্রতিকার পাইনি।
এসব অভিযোগ অস্বীকার করে সহকারী শিক্ষক ফিরোজা খানম বাংলানিউজকে বলেন, প্রধান শিক্ষক লিপটি রানী পাল মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করছেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুছা বিশ্বাস বাংলানিউজকে বলেন, ফিরোজা খানমকে আমরা অনেকবারই সংশোধন হতে বলেছি। কিন্তু তিনি আমাদের কথা শুনছেন না। বিষয়টি আমি উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছি।
উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার বিদ্যারতন বিশ্বাস বাংলানিউজকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে যদি সহকারী শিক্ষক ফিরোজা খানম দোষী হয় তাহলে বিভাগীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এনটি