ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় শেষ সোমবার

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
কুবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় শেষ সোমবার

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় শেষ হচ্ছে সোমবার (৪ নভেম্বর)। তবে ওইদিন রাত ১২টা পর্যন্ত ডাউনলোড করতে পারবেন ভর্তিচ্ছুরা। 

ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটি সূত্র জানা গেছে, প্রবেশপত্র ডাউনলোড করার জন্য cou.teletalk.com.bd- ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে (৩০০X৩০০ পিক্সেল) ছবি এবং (৩০০ X৮০ পিক্সেল) স্বাক্ষর সংযুক্ত করতে হবে।  

এবারের পরীক্ষায় ছয়টি অনুষদের অধীনে মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে ৬৮ হাজার ৭৭ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন।

পরীক্ষার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া গত ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে। আগামী ৮ নভেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিট এবং ৯ নভেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক সময়সূচি, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট cou.ac.bd এবং হেল্পলাইন ০১৫৫৭-৩৩০৩৮১/০১৫৫৭-৩৩০৩৮২-তে জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।