ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উজিরপুরে অসদুপায় অবলম্বনে তিন শিক্ষকের সাজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
উজিরপুরে অসদুপায় অবলম্বনে তিন শিক্ষকের সাজা

বরিশাল: বরিশালের উজিরপুরে জেএসসি পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বন করায় এক শিক্ষককে সাত দিনের কারাদণ্ড এবং তাতে সহায়তা করায় দুই শিক্ষককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুব উল্লাহ মজুমদারের ভ্রাম্যমাণ আদালতে তিনজনকে এ জেল-জরিমানা করেন।

সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হলেন উপজেলার চৌমোহনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ।

আর সাতলা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক হাফিজুর রহমান ও হারতা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক শিল্পী সরকারকে করা হয়েছে ১০ হাজার টাকা করে জরিমানা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুব উল্লাহ মজুমদার জানান, সোমবার জেএসসির ইংরেজি পরীক্ষা চলাকালে তিনি হারতা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান। এসময় একটি কক্ষের দায়িত্বে থাকা চৌমোহনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ পরীক্ষার্থীর জন্য সাদাকাগজে প্রশ্নের উত্তর লিখে দিচ্ছিলেন, যা দেখে দেখে পরীক্ষার্থী তার খাতায় লিখবে।  বিষয়টি হাতেনাতে ধরা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাণ্ড দেওয়া হয়। পাশাপাশি তার এ কাজের প্রতিবাদ না করে সহায়তা করায় ওই কক্ষের দায়িত্বে থাকা অপর দুই শিক্ষককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ০৭২৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।