ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি উপাচার্য কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের অবস্থান

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
শাবিপ্রবি উপাচার্য কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের অবস্থান শাবিপ্রবি উপাচার্য কার্যালয়ের সামনে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। ছবি: বাংলানিউজ

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ১৬ দফা দাবিতে সকাল থেকে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, রোববার (৮ ডিসেম্বর) আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে গেছেন।

এদিকে দুপুর ২টার মধ্যে আলোচনা ফলপ্রসূ ও লিখিত প্রজ্ঞাপন জারি না করলে আবারো আন্দোলন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত গোলচত্ত্বর সংলগ্ন এককিলোতে রাস্তা অবরোধ করে করেছিলেন শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে শিক্ষক-শিক্ষার্থীদের বাস বা কোনো ধরনের যান চলাচল করতে দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।