তিনি বলেন, বিষয়টি নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আগামীকাল (বুধবার) নতুন করে আবেদনের তারিখ ও ভর্তির সময়কাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
এসময় তিনি আরো বলেন, পূর্বে কোটায় ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় ৩২ ও পোষ্য কোটায় ২৬ নম্বর নির্ধারিত ছিল। কিন্তু এখন কোটাভুক্ত সবাই ২০ নম্বর পেলেই ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd) তে পাওয়া যাবে।
জানা যায়, সকাল সাড়ে দশটা থেকে বিশ্ববিদ্যালয়েরে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফসহ চার ইউনিটের সমন্ময়কারী, কোটার সমন্ময়কারী, আটটি অনুষদের ডিন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এসএইচ