শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে অনুষদ চত্বরে উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক উৎসবের উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শুরুতে চারুকলা মঞ্চে শিক্ষার্থীদের সমবেত সংগীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে উৎসব শুরু হয়।
এ সময় রাজশাহী চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক তরুণ ঘোষ, প্রতিষ্ঠাতা সম্পাদক এমএ কাইয়ূম, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও চৌধুরী জাকারিয়া আসন, অনুষদের তিনটি বিভাগের সভাপতি অধ্যাপক সুশান্ত কুমার অধিকারী, সভাপতি অধ্যাপক ফজলুল করিম, অধ্যাপক এসএম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
দুপুরে চারুকলা অনুষদ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এরপর চারুকলা চত্বরে প্রাক্তন শিক্ষক, প্রতিষ্ঠাকালীন সংগঠক ও শিল্পী-সাহিত্যিকেরা স্মৃতিচারণ করেন। বিকেলে সাবেক-বর্তমান শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল গানের আয়োজন করা হয়।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে জাদু প্রদর্শনী, শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেলে বাউল গানের মাধ্যমে দুই দিনব্যাপী উৎসব শেষ হবে।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এনটি