ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটে শীতকালীন ছুটি শুরু শনিবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
রুয়েটে শীতকালীন ছুটি শুরু শনিবার

রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শীতকালীন ছুটি উপলক্ষে শনিবার (১১ জানুয়ারি) থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রুয়েটের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ১১ জানুয়ারি থেকে শীতকালীন ছুটি শুরু হবে।

তবে তার আগে ৯ ও ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় দু’দিন আগে ৯ তারিখেই (বৃহস্পতিবার) শীতের ছুটি শুরু হবে। অপরদিকে ১৬ ও ১৭ জানুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় ১৮ জানুয়ারি শনিবার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলবে।

ছুটির সময়ে রুয়েটে সব প্রকার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। কেবল জরুরি শাখাগুলোতে বিশেষ ব্যবস্থায় কার্যক্রম চলবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।