ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মুজিববর্ষের ক্ষণগণনায় যুক্ত হচ্ছে রাবি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
মুজিববর্ষের ক্ষণগণনায় যুক্ত হচ্ছে রাবি

রাবি: জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ উদযাপনের ক্ষণগণনা কর্মসূচিতে যুক্ত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার তেজগাঁওয়ে ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধন ঘোষণার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়েও এ কর্মসূচির সূচনা হবে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ জানুয়ারি তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রী ক্ষণগণনা কর্মসূচি ঘোষণার সঙ্গে সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও এ কর্মসূচি শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামেন ইলেক্ট্রনিক ক্ষণগণনা ডিভাইসি ইতোমধ্যেই স্থাপন করা হয়েছে।

এ ছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন এলাকার বাসিন্দাদের আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।  

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।