ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষাবৃত্তি পেলেন শাবিপ্রবি নৃবিজ্ঞানের ৭ শিক্ষার্থী

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
শিক্ষাবৃত্তি পেলেন শাবিপ্রবি নৃবিজ্ঞানের ৭ শিক্ষার্থী

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের সাত শিক্ষার্থী পেলেন পিটার হোর অ্যান্ড মোস্তাক রহমান শিক্ষাবৃত্তি। শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ফলাফলের পাশাপাশি বিভিন্ন সহ-শিক্ষামূলক কার্যক্রমে উৎসাহিত করতে ২০১৮ সাল থেকে এ বৃত্তি দেওয়া হচ্ছে।

অ্যাকাডেমিক ফলাফল, খেলাধুলায় পারদর্শিতা, জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণসহ বিভিন্ন সহ-শিক্ষামূলক কার্যক্রম বিবেচনা করে এ বছর সাত শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-ডি’র ১০০৬ নম্বর কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাত শিক্ষার্থীর হাতে এ বৃত্তি তুলে দেয়া হয়।

বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন, স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী অনিন্দ্য সরকার, মো. শাকিল মোর্শেদ, নূর-ই-আফরোজ প্রমি, মালিহা সামিহা জামান, ফারিয়া বিনতে আরিফ, স্নাতক দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের বিপ্লবী রায় ও মোসাদ্দেক বিল্লাহ। শিক্ষাবৃত্তি হিসেবে তাদের প্রত্যেককে ১৫০ পাউন্ড (১৬ হাজার টাকা) করে দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নূর মোহাম্মদ মজুমদার, অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, সহযোগী অধ্যাপক আ.ফ.ম জাকারিয়া, মো. মোখলেসুর রহমান, ড. চৌধুরী ফারহানা ঝুমা, সহকারী অধ্যাপক আমিনা খাতুন, ড. মো. মনজুর-উল-হায়দার, মনি পাল, মোহাম্মদ জাবেদ কায়সার ইবনে রহমান, প্রভাষক মো. সেলিম, নাবিলা কাওসার, স্কলারশিপের উদ্যোক্তা মোস্তাক রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
এবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।