ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসিতে ইংরেজি দ্বিতীয় পত্রে সিলেটে বহিষ্কার ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২০
এসএসসিতে ইংরেজি দ্বিতীয় পত্রে সিলেটে বহিষ্কার ৩ এসএসসি পরীক্ষার একটি কেন্দ্র

সিলেট: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের (এসএসসি) পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রে সিলেটে এক উপজেলায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (০৯ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালে নকল করা ও মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করায় কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল স্কুল কেন্দ্রে দুই ছাত্রকে এবং উপজেলার টুকেরবাজার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল করায় আরও এক ছাত্রকে বহিষ্কার করা হয়।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্য বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে নকল করার অপরাধে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর, গোবিন্দপুর ও দেবপুর উচ্চ বিদ্যালয়ের পরিক্ষার্থী ছিলেন।

এ বিষয়ে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবীর আহমদ বাংলানিউজকে বলেন, বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার চারটি জেলার তথ্য এখনো তাদের হাতে এসে পৌঁছায়নি।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এনইউ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।