ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে কর্মকর্তাদের ডিজিটাল অ্যাটেন্ডেন্স পদ্ধতি চালু

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
শাবিপ্রবিতে কর্মকর্তাদের ডিজিটাল অ্যাটেন্ডেন্স পদ্ধতি চালু বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ পদ্ধতির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করতে ‘ডিজিটাল অ্যাটেন্ডেন্স’ পদ্ধতি চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে এ পদ্ধতির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এসময় উপাচার্য বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন।

এর সঙ্গে তাল মিলিয়ে আমরাও কাজ করে যাচ্ছি। দেশের সর্বপ্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে সময়ের প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ ডিজিটাল উপস্থিতি চালু খুবই কার্যকরী উদ্যোগ। এতে সবকিছু শৃঙ্খলার মধ্যে চলে আসবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য খুব শিগগিরই ডিজিটাল অ্যাটেন্ডেন্স প্রক্রিয়া চালু করা হবে। এ নিয়ে আমাদের কাজ প্রক্রিয়াধীন। আশা করি খুব দ্রুত শিক্ষক ও শিক্ষার্থীরাও এ প্রক্রিয়ার আওতায় চলে আসবে।

অনুষ্ঠানে রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেনের সঞ্চালনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আইডিকার্ড বিতরণ করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, কম্পিউটার ও তথ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রেজা সেলিম, বিভিন্ন বিভাগের শিক্ষক, দপ্তর প্রধান, কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এফএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ